স্পোর্টস ডেস্ক : কানপুর টেস্টে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর খেলা শুরু হচ্ছে। এরই মধ্যে টস হয়েছে। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ভারতে পা রেখেছিল বাংলাদেশ। কিন্তু নাজমুল হোসেন শান্তর দল ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দাঁড়াতে পারেনি। ২৮০ রানের বিশাল ব্যবধানে হার সঙ্গী হয় তাদের।
বাংলাদেশ এর আগে কখনই ভারতের বিপক্ষে টেস্ট জিততে পারেনি। পাকিস্তানেও অবশ্য এমন নেতিবাচক রেকর্ডই ছিল। সেটা বদলেছে শান্ত বাহিনী।
কানপুরে কি পারবে? এই টেস্টে ভালো করতে পারলে অন্ততপক্ষে বিশ্বকে জানান দেওয়া যাবে, পাকিস্তানের মাটিতে জয়টা মোটেই অঘটন ছিল না।
কানপুরের গ্রিন পার্কে এদিন বাংলাদেশ সময় সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে সম্ভব হয়নি। পরে টস পিছিয়ে সাড়ে ১০টায় হয়। এখন ১১ টায় শুরু হবে ম্যাচ। যেখানে শুরুতে ব্যাট করবে বাংলাদেশ।
এই টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। জানিয়েছেন টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। মিরপুর টেস্টে শেষ টানতে চান তিনি। তবে নিরাপত্তা জনিত কারণে সেটা সম্ভব হবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। যদি তেমনটিই হয়, তবে কানপুর টেস্টই হয়ে থাকবে সাকিবের শেষ টেস্ট।
অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানালেন জাতিসংঘ মহাসচিব
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।