টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, শুরুতেই উইকেট তুলে নিল তাসকিন

তাসকিন

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, শুরুতেই উইকেট তুলে নিল তাসকিন

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে বর্তমান চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড, যেখানে বাংলাদেশের অবস্থান পয়েন্ট তালিকার নবম স্থানে। তবে ঘরের মাটিতে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজে ৬ উইকেটের জয় দিয়ে শুরু করেছে টাইগাররা। সাকিব আল হাসানের দলের এবার লক্ষ্য ইংলিশদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়।

আজ (১২ মার্চ) বিকেল তিনটায় ঢাকার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচ শুরুর আগে টসে জয়লাভ করেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দিবারাত্রির এই ম্যাচটিতে তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২১ রান। ডেভিড মালানকে ৫ রানে তুলে নিয়েছেন তাসকিন।
তাসকিন
মিরপুরে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছেন টাইগাররা। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী। তার পরিবর্তে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তবে চট্টগ্রামের সাগরিকায় টাইগাররা টি-টোয়েন্টি সিরিজে দাপটের সাথে শুরু করেছে। তাই সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ জয়ে বেশ আত্মবিশ্বাসী শান্ত-হৃদয়-রনিরা।

সংক্ষিপ্ত এই ফরম্যাটে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড। অতীতে দুই দল মাত্র একবার মুখোমুখি হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে ২০২১ বিশ্বকাপের সেই সাক্ষাতে আধিপত্য বিস্তার করেই জিতেছিল ইংল্যান্ড। এ ছাড়া আইসিসি র‍্যাঙ্কিংয়েও ইংল্যান্ড যেখানে তিন নম্বরে, সেখানে বাংলাদেশের অবস্থান ৯।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭১ ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড। যেখানে ৯২ ম্যাচে জিতেছে ইংলিশরা, হেরেছে ৭৩টিতে। অন্যদিকে বাংলাদেশ ১৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ৫০ জয়ের বিপরীতে হেরেছে ৯২টিতে। তাই প্রথম ম্যাচের মতো ভালো খেলে শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ একাদশ
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।

পিএসএলে ব্যাটিং তাণ্ডব, এক ম্যাচেই ৫১৫ রান