স্পোর্টস ডেস্ক: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় পাকিস্তানের বিপক্ষে শুরু হয়েছে এশিয়া কাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটি।
ওপেনিংয়ে নেমে নাসিম শাহ’র বলে টিকতে পারেননি গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো মিরাজ। পাকিস্তানের এই পেসারের প্রথম বলেই সাজঘরের পথ ধরেছেন মিরাজ। ১.৫ ওভারে ক্রিজে নাঈমের সঙ্গী হয়েছেন লিটন।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ৩২ বারের মধ্যে মাত্র পাঁচটি জয় বাংলাদেশের এবং সর্বশেষ দু’দলের দেখাও হয়েছিল প্রায় চার বছর আগে বিশ্বকাপে সেই লর্ডসে। সেই ম্যাচটিতে ৯৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে তার আগের চারটি ম্যাচে কিন্তু জয় ছিল বাংলাদেশেরই।
হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া নাজমুল হোসেনের জায়গায় খেলছেন লিটন দাস। অসুস্থতার কারণে এশিয়া কাপের শুরু থেকে ছিলেন না লিটন। এদিকে গতকালই বাংলাদেশের বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজের জায়গায় দলে আনা হয়েছে অলরাউন্ডার ফাহিম আশরাফকে।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, সালমান আলী আঘা, ফাহিম আশরাফ, শাদাব খান (সহ-অধিনায়ক), শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।