স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়েতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচ।
বাংলাদেশের অধিনায়ক হিসেবে অভিষেকে প্রথম টসের ফল পক্ষে আসেনি নুরুল হাসান সোহানের। তবে তাতে খুব একটা হতাশ হওয়ার কথা নয় তার। কারণ, সবশেষ জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ যে দুটি ম্যাচে জয় পেয়েছিল, তার দুটিই এসেছিল রান তাড়ায়।
সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা না থাকায় দলে সুযোগ মিলেছে মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্তর। চোটের জন্য উইন্ডিজদের বিপক্ষে শেষ দুই ম্যাচ না খেলা মুনিম শাহরিয়ার ফিরেছেন একাদশে।
এদিকে তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তাসকিন আহমেদকে সুযোগ করে দিতে বাদ গেছেন মেহেদী হাসান।
বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, নাজমুল শান্ত, মোসাদ্দেক হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: রায়ান বার্ল, রেগিস চাকাবা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), লুক জঙ্গি, ওয়েসলে মাধবেরে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগার্ভা, টানাকা চিভাঙ্গা, সিকান্দার রাজা, মিল্টন শুম্ভা ও সিন উইলিয়ামস।
১৩ মিনিটে ৩ গোল করে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।