স্পোর্টস ডেস্ক: সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে হারারেতে একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে।
টস জিতে এবার ব্যাটিং নিলেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর। আগের ম্যাচে ফিল্ডিং নিয়ে নাস্তানাবুদ হয়েছেন নিজেদের ব্যাটিং ইনিংসে।
টেলরের এবারের পরিকল্পনা ভিন্ন। তবে টেলরের পরিকল্পনায় আঘাত হানলেন পেসার তাসকিন আহমেদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৭ রান।
নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দিলেন ওপেনার তিনাশে কামুনহুকামুইকে। ওভারের শেষ বলে পয়েন্টে দাঁড়ানো আফিফের হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র ১ রানে বিদায় নিলেন কামুনহুকামুই।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: তিনাশে কামুনহুকামে, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), টাডিওয়ানাশে মারুমানি, উসলে ম্যাডভেরে, ডিয়ন মায়ার্স, রেজিস চাকাভা, সিকান্দার রাজা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গে, রিচার্ড এগারাভা এবং ব্লেসিং মুজারাবানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



