স্পোর্টস ডেস্ক : দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই, মুখোমুখি ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে দুই দল। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ম্যাচে টস জিতেছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ ওভার শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ১২ রান।
বর্তমান স্কোর:
রান: ৩৯
ওভার: ৮.৫ বল
ইউকেট: ০১
ইংল্যান্ড একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), স্যাম বিলিংস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলি, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কারে (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলেউড, অ্যাডাম জাম্পা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।