স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বের নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার (৬ নভেম্বর) আবুধাবিতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে তারা। ক্যারিবীয় একাদশে রবি রামপলের জায়গায় এসেছেন হেইডেন ওয়ালশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান।
এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ শেষ হয়ে গেলেও অস্ট্রেলিয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে সেমিফাইনালে খেলার। এই ম্যাচ জিতলে শেষ চারে এক পা দিয়ে রাখবে অজিরা।
আর এ ম্যাচ দিয়েই উইন্ডিজদের হয়ে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে দেবেন ডোয়াইন ব্রাভো। ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলেরও শেষ দেখে ফেলেছেন অনেকে। শেষ ১০ ম্যাচে তার গেইলের সর্বোচ্চ রান ২১।
আইসিসির ভোটিং পুলে ৭২ শতাংশ জয়ের সম্ভাবনা নিয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। শেখ জায়েদ স্টেডিয়ামে শেষ হাসি হাসবে কে সেটা জানতে অপেক্ষা এখন সবার।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথ্যু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মার্কাস স্টোয়নিস,
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেট রক্ষক), ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, আন্দ্রে রাসেল, হেইডেন ওয়ালশ জুনিয়র, জেসন হোল্ডার, আকিল হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।