Advertisement
স্পোর্টস ডেস্ক : অধিনায়ক মাশরাফীর বিদায়ী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ১৬ রান।
আগেই নিশ্চিত হয়েছে সিরিজ। তাই এ ম্যাচে একাদশে চার পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। ১৩২ ও ১৩৩ নম্বর ওয়ানডে ক্রিকেটার হিসেবে লাল সবুজের জার্সিতে অভিষেক হয়েছে নাঈম শেখ ও আফিফ হোসেনের।
ক্যাপ্টেন ম্যাশের বিদায়ী ম্যাচে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন। মুশফিকের পরিবর্তে স্কোয়াডে ডাক পেলেও একাদশে ঠাঁই হয়নি সৌম্য সরকারের। বিশ্রাম দেয়া হয়েছে নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম ও আল আমিনকে।
এদিকে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে জিম্বাবুয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।