স্পোর্টস ডেস্ক: টি২০ বিশ্বকাপের গ্রুপ-১ এর ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বিকাল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামবে চোটজর্জর বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন অবধারিত ছিল। কারণ সাকিব আল হাসান চোটের কারণে ছিটকে গেছেন। তার জায়গায় প্রথমবারের মতো বিশ্বকাপ একাদশে সুযোগ পেয়েছেন ‘হার্ডহিটার’ খ্যাত শামীম হোসেন পাটোয়ারী।
এছাড়া বাজে পারফর্মেন্সে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। তার জায়গা দখল করেছেন স্পিনার নাসুম আহমেদ। অন্যদিকে আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই নামছে দক্ষিণ আফ্রিকা।
টি২০ বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম তিন ম্যাচেই হার দেখতে হয়েছে মাহমুদউল্লাহ-মুশফিকদের।
বাংলাদেশ একাদশ
মুহাম্মদ নাইম, লিটন দাস (উইকেরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসাইন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিকস, টেম্বা বাভুমা, রসি ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনরিচ নর্টজে ও তাবরাইজ শামসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।