টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম রক্ষার ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাইয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

দুই দলই একাদশে করেছে একটি করে পরিবর্তন। অজি একাদশে অ্যাশটন অ্যাগারের পরিবর্তে দলে ফিরেছেন মিচেল মার্শ। আর নাসুম আহমেদের পরিবর্তে বাংলাদেশ একাদশে খেলছেন মুস্তাফিজুর রহমান।

তিন ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে ৩ নাম্বারে রয়েছে ক্যাঙ্গারুর দেশটি। অন্যদিকে এ বিশ্বকাপে একমদ শূন্য হাতে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার লক্ষ্য শেষ চারে নিজেদের জায়গা করে নেয়া আর টাইগারদের লক্ষ্য এ ম্যাচ জিতে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা।

বাংলাদেশ একাদশ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, ও তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথ্যু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মার্কাস স্টোয়নিস।