জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে র্যাবের গাড়ির ধাক্কায় মোহাম্মদ আইনুল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে হালিশহরের ময়লার ডিপো এলাকার আউটার লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইনুল দক্ষিণ-মধ্যম হালিশহর ২ নং সাইট মাইজপাড়ার মোহাম্মদ আবছারের ছেলে। আনন্দবাজার সাগড়পাড়ে রাস্তা পারাপারের সময় র্যাব-৭ এর মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন তিনি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিহতের চাচাতো ভাই মো. আবছার বলেন, আনন্দবাজার সাগরপাড়ে ফুটবল খেলছিল আইনুল। খেলতে খেলতে বল পাশের রাস্তায় চলে যায়। অসাবধান অবস্থায় রাস্তায় বল আনতে গেলে অপরদিক থেকে আসা র্যাবের গাড়ির সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে সে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, রাস্তা পার হওয়ার সময় টহলরত র্যাব-৭ এর একটি গাড়ির সাথে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় র্যাব সদস্যরা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আইনুলকে মৃত ঘোষণা করেন। লাশ জরুরি বিভাগে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।