
স্পোর্টস ডেস্ক : স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে টাইগারদের বিশ্বকাপ যাত্রা শুরু। এরপর সুপার টুয়েলভে টানা দুই হার। তাতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বাংলাদেশের। সমালোচনাও হচ্ছে ব্যাপক। তবে এ সমালোচনা স্বাভাবিকভাবে নিতে পারছেন না টিম টাইগাররা। মিস্টার ডিপেন্ডেবল নামে খ্যাত মুশফিকুর রহিম থেকে শুরু করে অধিনায়ক মাহমুদউল্লাহ পর্যন্ত এর জন্য প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে দলের এমন পরিস্থিতিতে সাবেক সতীর্থদের শান্ত থাকার পরামর্শ দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
শ্রীলঙ্কার বিপক্ষে হারের ধাক্কা সামলাতে না সামলাতে ইংল্যান্ডের বিপক্ষেও হেরেছে বাংলাদেশ। এদিন তো প্রতিরোধই গড়তে পারেনি টাইগাররা। অনেকটা অসহায় আত্মসমর্পণ করে ২৯ বল বাকি থাকতেই হেরেছে ৮ উইকেটের ব্যবধানে। তাতে সেমি-ফাইনালে ওঠার স্বপ্ন কঠিন হয়ে গেছে বাংলাদেশের।
তবে টাইগারদের নিয়ে সমালোচনাটা বেশি হয় শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর মুশফিকের মন্তব্য নিয়ে। টানা ১৩ ম্যাচ ব্যর্থতার পর হাফসেঞ্চুরি পেয়েই সমালোচকদের এক হাত নেন তিনি। এমনকি যারা সমালোচনা করেন তাদের আয়নায় মুখ দেখে নিতেও বলেন তিনি। মুশফিকের এমন মন্তব্যে সমালোচনার পাশাপাশি তাকে নিয়ে ট্রলও হচ্ছে ব্যাপক। অনেকেই তার নাম দিয়েছেন ‘আয়নাম্যান’।
আর দুঃসময়ে সাবেক অধিনায়ক মাশরাফীকে পাশে পাচ্ছেন টাইগাররা। নিজের ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, সমালোচনা জীবনের একটা অংশ, এটা সহ্য করাও একটা আর্ট। যে যতো সমালোচনা নিতে পারে সে ততো ভালো থাকে। ঠিক এই মুহূর্তে তোমাদের সমালোচনা সবাই করবে এমনকি আমিও। তাতে তোমাদের কিছু যাওয়া আসার কথা নয়।
সমালোচনায় কান না দিয়ে নিজেদের কাজটা ঠিকভাবে করার পরামর্শ দিলেন মাশরাফী, ‘শুধু তোমাদের চিন্তা করা উচিত তোমরা কি করতে চেয়েছিলে, আর তা কেন করতে পারনি। পরের ম্যাচে যেন সেরাটা দিতে পার সেই চিন্তা করা। শুরু করো কারণ পরের ম্যাচটাও তোমরা বাংলাদেশের জন্যই খেলবে। আর দেশের সবাই আবার নতুন কোন আশা নিয়ে খেলা দেখতে বসবে। মাঝখান দিয়ে হয়তো কেউ গঠনমূলক সমালোচনা অথবা আরও বেশি নেতিবাচক কথা বলবে।’
পরের ম্যাচ ভালো খেলে জিতলেই আবার সবাই টাইগারদের প্রশংসায় মাতবেন বলে বিশ্বাস করেন সাবেক এ অধিনায়ক।
তিনি বলেন, তোমাদের ভালোবাসে বলেই এতো কথা বলে, নেক্সট ম্যাচেই সেরাটা দিয়ে জিতে আসলে দেখবা সবাই আনন্দে পিছনের জিনিস ভুলে যাবে। একমাত্র ইতিবাচক মানসিকতাই সেরাটা বের করে আনতে পারবে আমার বিশ্বাস।
তবে যাই হোক না কেন শেষ পর্যন্ত সাবেক সতীর্থদের সঙ্গেও আছেন বলে জানান মাশরাফী, ‘মাঠে যা কিছুই ঘটুক না কেন তোমাদের পাশেই আছি। মন প্রাণ দিয়েই থাকবো। সবাই বিশ্বাস করে তোমরাই আনন্দের উপলক্ষ। বাজে দিনকে ভুলে যাওয়াই উত্তম। তবে বাজে দিন যে শিক্ষা দিয়ে যাবে তা মনে রাখা আরও উত্তম। গুড লাক বাংলাদেশ ক্রিকেট।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


