স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়ে বিশ্ব মিডিয়া বাংলাদেশের প্রশংসা করছে। তবে নিউজিল্যান্ডের শীর্ষ দৈনিক ‘নিউজিল্যান্ড হেরাল্ড’ এই হারকে অন্যতম বড় অঘটন হিসেবে দেখছে। তাদের অনলাইন সংস্করণের শিরোনাম, অবিশ্বাস্য বাংলাদেশে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড, টেস্ট ইতিহাসের ঐতিহাসিক বিপর্যয়।
দেশটির অন্যসংবাদমাধ্যমগুলো নিজেদের দলের কঠোর সমালোচনায় ব্যস্ত। কিউইদের অনলাইন সংবাদমাধ্যম ‘স্টাফ’ ব্যঙ্গ করে এই হারকে ‘হল অব শেম’ (লজ্জার তালিকা) শিরোনামে তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পীড়াদায়ক হারের সংক্ষিপ্ত তালিকা করেছে। সেখানে সবার ওপরে জায়গা দিয়েছে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের এই হার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের শিরোনামে লিখেছে, ‘নিউজিল্যান্ডকে হতবাক করে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।’ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের শিরোনাম, ‘শুধু ঘরের মাঠেই টাইগার নয়, বিশ্বচ্যাম্পিয়নদের ডেরায় গিয়ে টেস্ট জয় বাংলাদেশের।’
নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম জয় নিয়ে আনন্দবাজার পত্রিকা লিখেছে, ২১ বছর পরে জয়, নিউজিল্যান্ডে গিয়ে তাদের হারিয়ে অনেক রেকর্ড গড়ল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয় স্বাগতিক নিউজিল্যান্ড। জবাবে চার ফিফটিতে ৪৫৮ রান করে বাংলাদেশ।
১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এবাদত হোসেন আর তাসকিনের গতির মুখে পড়ে ৩৯ রান লিড নিয়েই অলআউট হয় কিউইরা। ৪০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ৮ উইকেটের জয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।