স্পোর্টস ডেস্ক : নিল ম্যাকেঞ্জির পদত্যাগের পর শোনা যাচ্ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ক্রেইগ ম্যাকমিলান। শেষ পর্যন্ত সাবেক এ কিউই ক্রিকেটারই দায়িত্বটা পেলেন, তবে শুধু শ্রীলঙ্কা সফরের জন্য। আজ (মঙ্গলবার) এক মেইল বার্তায় ৪৩ বছর বয়সী ম্যাকমিলানকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অক্টোবরে লঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
নিউ জিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে লম্বা সময় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন ম্যাকমিলান। তার সময়ে ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠে কিউইরা। ২০১৯ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে ম্যাকমিলানের।
২০১৮’র জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান ম্যাকেঞ্জিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয় বিসিবি।ম্যাকেঞ্জির সঙ্গে বিসিবির চুক্তি ছিল দিন ভিত্তিতে। সে হিসাবে কেবল সাদা বলের সিরিজের আগে তার সান্নিধ্য পেতেন তামিম-মুশফিকরা। বিদেশের মাটিতে ভারত সিরিজ ছিল ম্যাকেঞ্জির প্রথম অ্যাসাইনমেন্ট।
আর টাইগারদের সঙ্গে তার শেষ অ্যাসাইমেন্ট ছিল ঘরের মাঠে জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজে। বিসিবি শ্রীলঙ্কা সফরেও ম্যাকেঞ্জিকে চেয়েছিল। কিন্তু করোনা ভীতি ও পারিবারিক কারণে বিসিবির সঙ্গে চুক্তি বাড়াতে চাননি এই কোচ। এরপরই ম্যাকমিলানের দ্বারস্থ হয় বিসিবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।