স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল-স্বপ্ন শেষ হয়ে গেছে এজবাস্টনেই। পাকিস্তানের আশা কিছুটা টিকে থাকলেও তা অসম্ভব সমীকরণ মিলাতে হবে দলটিকে। কেননা বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে তুলে নিতে হবে ৩১৬ রানের বিশাল ব্যবধানের জয়। অর্থাৎ পাকিস্তান যদি ৪০০ রান করে তবে বাংলাদেশকে অলআউট করতে হবে মাত্র ৮৪ রানে! অথচ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোনো দলই এখন পর্যন্ত ২৯০ রানের বেশি ব্যবধানে হারেনি। সেক্ষেত্রে সেমিফাইনালে যেতে হলে টাইগারদের বিপক্ষে রেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে। খবর : বাংলাদেশ প্রতিদিন
জটিল এই সমীকরণ সামনে রেখে বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে আজ শুক্রবার টাইগারদের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে লর্ডসে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে খেলা।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ :
সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও শাহিন শাহ আফ্রিদি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel