বোলিং কোচ চলে যাচ্ছেন, আপনি সুযোগ পেলে দায়িত্ব নিতে চান কি না-এমন প্রশ্নে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন সুজন। তিনি বলেন, ‘সুযোগ পেলে তো সবাই করতে চায়। আমার নিজেরও আগ্রহ রয়েছে। কিন্তু এর আগে যা হয়েছে দুইবার আমি দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছি।’
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের অনুরোধে সাড়া দিয়ে টাইগারদের বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্টকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের জুলাইয়ে তিনি যোগ দিয়েছিলেন টাইগারদের কোচ হিসেবে, তার থাকার কথা ছিল ২০২১ সালের শেষ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের অনুরোধে মূলত তাকে ছাড়া হয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
কোচ চলে যাওয়া নিয়ে সুজনের মন্তব্য, এতে হারানোর কিছু নেই। ‘একটা কোচ আসে, আবার চলে যায়। কখনো কেউ অনেক দিন থাকে, কেউ আবার দ্রুত চলে যায়। এতে হারানোর কিছু নেই। তিনি যে কাজ করবেন না জানিয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আর উনার সঙ্গে আমাদের কাজ খুব বেশি দিন হয়নি। খুব যে বড় একটা ধাক্কা তা আমি বিশ্বাস করি না’-এভাবেই বলছিলেন তিনি।
বিশ্বকাপের পর সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সুজন। তার অধীনে ধবল ধোলাই হয়ে এসেছিল বাংলাদেশ। বাংলাদেশ দলের জার্সি গায়ে সুজন ১২টি ওয়ানডে ও ৭৭টি টেস্ট খেলেছেন। ওয়ানডেতে ১৩ ও টেস্টে ৬৭ উইকেট নিয়েছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।