জুমবাংলা ডেস্ক: কোরবানির ঈদ এলেই দেখা মেলে বাহারি নাম ও বিশাল আকৃতির গরুর। এবার ও এর ব্যত্যয় ঘটেনি। গরুটি শান্ত প্রকৃতির। রং সাদা-কালো। নাম রাখা হয়েছে নড়াইলের টাইগার। নড়াইলের টাইগার গরুটি আসন্ন কোরবানির জন্য প্রস্তুত। গরুটি যিনি কিনবেন উপহার হিসেবে তাকে ১৫০ সিসির সিঙ্গেল ডিস্কের একটি পালসার মোটরসাইকেল দেয়ার ঘোষণা দিয়েছেন গরুটির মালিক। টাইগারকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তার মালিক নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া দক্ষিণপাড়া গ্রামের রবিউল মোল্যার ছেলে সেলিম মোল্যা (২৪)।
গরুর মালিক সেলিম শেখ জানান, টাইগার গরুটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের তার বয়স ৪ বছর, দৈর্ঘ্য প্রায় সাড়ে ৬ ফুট, বুকের বেড় ৯ ফুট ৪ ইঞ্চি, উচ্চতা ৬ ফুট, ওজন প্রায় (লাইভ ওয়েট) ৩৫ মণ। আসন্ন কোরবানির ঈদে তাকে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। ক্ষতিকর ও মোটাতাজাকরণের কোনো প্রকার ওষুধ প্রয়োগ ছাড়াই দেশীয় প্রাকৃতিক খাবার বিছালী, ঘাস, খৈল, ভূষি, খুদির ভাত, কুড়া ইত্যাদি খাবার খাইয়ে বড় করা হয়েছে। অতি আদর যত্নে লালন পালন করেছি টাইগারকে। টাইগারের প্রতি অনেক মায়াও তৈরি হয়েছে। বাড়িতে রেখেই তাকে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। তাকে বিক্রি করতে হবে এ কথা ভেবেই চোখে জল চলে আসছে।
গরুটির মালিকের দাবি এই এলাকার মধ্যে টাইগার সবচেয়ে বড় গরু। বিশাল দেহের অধিকারী হওয়ায় প্রতিদিন টাইগারকে দেখতে অনেকেই ভিড় করছেন। মাঝে মধ্যে গরু ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা আসছেন গরুটি কিনতে। গরুটির দাম হাঁকিয়েছেন ২০ লাখ টাকা। তবে ক্রেতার দর দামের সুযোগ আছে। কাঙ্খিত দাম পেলেই বিক্রি করতে চান টাইগারকে। গরুটি যিনি কিনবেন উপহার হিসেবে তাকে ১৫০ সিসির সিঙ্গেল ডিস্কের একটি পালসার মোটরসাইকেল দেয়ার ঘোষণা দিয়েছেন মালিক সেলিম মোল্যা।
নড়াইলের টাইগারের মালিক সেলিম মোল্যার মা সেলিনা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, গরুটি ৪ বছর আমরা লালল পালন করছি। আসন্ন কোরবানির ঈদে তাকে বিক্রির জন্য বাড়িতে রেখেই আমরা প্রস্তুত করেছি। ষাঁড়টিকে প্রতিদিন প্রায় ১ হাজার টাকার খাবার খাওয়াতে হয়। সঠিক দাম পেলে আমরা গরুটি বিক্রয় করব।
গরুটি দেখতে আসা দর্শনার্থী রাজিব বলেন, লোকমুখে শুনেছি গরুটি অনেক বড়। এত বড় গরু আশপাশে তেমন একটা দেখা যায় না। তাই দেখার জন্য বেশ দূর থেকে আসছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।