স্পোর্টস ডেস্ক : যুবা বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ধুকছে ভারত। ৪০ ওভারের পর দ্রুত উইকেট হারাতে থাকা ভারতের জন্য লড়াকু সংগ্রহ করাই এখন চ্যালেঞ্জ। এরমধ্যে ধ্রু জুরেলের উইকটটা তো অদ্ভুত!

রাকিবুল হোসেনের বলে জুরেল আলতো করে ঠেলে দিয়ে রান নেয়ার জন্য ছোটেন জুরেল। কিন্তু অন্য প্রান্তে থাকা আথার্ভ আঙ্কোলেকর রান নিতে চাননি। ভুল বুঝাবুঝিতে নন স্ট্রাইক প্রান্তে এসে জড় হন দুই ব্যাটসম্যান।
অন্যদিকে শামিম হোসেনের পাঠানো বল ধরে স্ট্যাম্প ভেঙে দেন উইকেটরক্ষক আকবর আলী। আউট তো নিশ্চিত কিন্তু, কে আউট হলেন? দ্বিধায় আম্পায়াররাও। শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার জানিয়ে দিলেন আথর্ভ আঙ্কোলেকরই আগে ব্যাট ফেলেছেন ক্রিজে। অতএব আউট হয়ে ফিরে যান জুরেল।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভারে ৯ উইকেট হরিয়ে ১৭৬ রান তোলে ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


