Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ টাইগ্রে নেতৃবৃন্দের বিরুদ্ধে তাদের আঞ্চলিক রাজধানী মেকেলেতে চূড়ান্ত অভিযান চালাতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। খবর এএফপি’র।
তিনি বলেছেন, আত্মসমর্পণের সুযোগ শেষ হয়ে গেছে।
টুইটারে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ইথিওপিয়ার জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে এখন তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের অভিযান চালানোর নির্দেশ দেয়া হলো।
অভিযানকালে নিরীহ বেসামরিক লোকজনকে রক্ষা করতে বিশেষ পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।