
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলে টাইফুন হিগোসের প্রভাবে প্রবল বর্ষণ হতে পারে। দক্ষিণ চীন সাগরে ক্রান্তীয় নিন্মচাপ ঘনীভূত হয়ে মঙ্গলবার টাইফুনে রূপ নিয়েছে। হাইনান প্রদেশের আবহাওয়া অফিস একথা জানায়।
বুধবার টাইফুনটি উপকূলীয় গুয়াংডং থেকে হাইনানের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় আঘাত হানতে পারে। বুধবার থেকে এসব এলাকায় প্রবল বৃষ্টি হবে বলে আবহাওয়ার দপ্তর সতর্ক করেছে।
হাইনানের জরুরি ব্যবস্থাপনা দপ্তর ঘুর্ণিঝড়ের কারণে সতর্কতা জারি করে মাছধরার নৌকা ও অন্যান্য জাহাজকে তীরে ফিরে আসার নির্দেশ দিয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।