স্পোর্টস ডেস্ক : রোমাঞ্চের পসরা সাজিয় বসা কাতার বিশ্বকাপে প্রথমবারের মত টাইব্রেকার দেখতে যাচ্ছে সবাই। জাপান ও ক্রোয়েশিয়ার ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ এ সমতায় থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটও ১-১ এ সমতায় থেকে শেষ করে দুই দল। যার ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে এই ম্যাচের বিজয়ী নির্ধারিত হবে টাইব্রেকারের মাধ্যমে।
ম্যাচের ৯৬ মিনিটে ক্রোয়েশিয়ার মিডফিল্ডের প্রাণ মদ্রিচকে তুলে নেন কোচ। ১০৫ মিনিটে জাপানের মিতোমার দূরপাল্লার শট দারুণভাবে রুখে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। এছাড়া অতিরিক্ত ৩০ মিনিটে বলার মত কোন দলই তেমন আক্রমণ করে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।