স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গেছে স্বাগতিক ভারত। তুমুল লড়াইয়ের পরও নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে পেনাল্টি শ্যুট আউটে লেবাননকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে যায় প্রতিবেশী দেশটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ কুয়েত। আগামী মঙ্গলবার মাঠে নামবে দুই দল।
সাফে এখন পর্যন্ত সর্বোচ্চ নয়টি শিরোপা জয়ের খোঁজে নামবে ভারত। আর প্রথমবার শিরোপার লক্ষে মাঠে নামবে কুয়েত।
ম্যাচে সুযোগ পেয়েছে দু’দলই। আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচ খেলেছে তারা। কিন্তু নির্ধারিত কিংবা অতিরিক্ত সময়ে কোনও দলই লক্ষ্যভেদ করতে পারেনি। ম্যাচ ঘড়ির ৪২ মিনিটে লেবাননের হাসান মাতৌকের ফ্রি-কিক ভারতের গোলকিপার গুরুপ্রিত সিং এক হাত উঁচিয়ে রক্ষা করেন।
৫৯ মিনিটে ভারতের লালিয়ানজুয়ালা চাংতের শট লেবানন গোলকিপারের হাতে জমা পড়লে হতাশ হতে হয় তাদের। দুই মিনিট পর লেবাননের একজনের হেড ভারতের গোলকিপার তালুবন্দি করেছেন। ৮৩ হাসান মাতৌকের শট ক্রস বারের ওপর দিয়ে না গেলে লেবানন এগিয়ে যেতে পারতো।
কিন্তু অতিরিক্ত সময়ে ভারত চেষ্টা করেও গোলের দেখা পায়নি। ৯৪ মিনিটে সুনীল ছেত্রীর বক্সের বাইরে থেকে নেয়া শট ক্রস বারের ওপর দিয়ে চলে যায়। দুই মিনিট পর আবারও ব্যর্থ হন ছেত্রী। উদান্ত কুমারের ক্রসে ফাঁকায় ছেত্রীর শট ক্রস বারের ওপর দিয়ে গেলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
গতকাল টাইব্রেকে প্রথম শট নেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। লেবাননের গোলরক্ষক আলি সাবেথকে বোকা বানিয়ে তিনি ভারতকে প্রথম এগিয়ে দেন। এরপর প্রথম শটে সুযোগ হাতছাড়া করে লেবানন। হাসান মাতুকের নেওয়া প্রথম শটটি ঠেকিয়ে দেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত।
এভাবে ভারতের নেওয়া পরবর্তী তিনটি শটেই গোল হয়। অন্যদিকে চার শটের দুটিতে গোল দেয় লেবানন। ফলে আরেকটি শট বাকি থাকতেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়।
ফের স্বপ্নভঙ্গ বাংলাদেশের, শেষ মুহূর্তের গোলে সাফ থেকে বিদায়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।