জুমবাংলা ডেস্ক : টাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযুক্ত করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। তবে তার দাবিতে সাড়া দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘টাকায় শুধু জাতির পিতার ছবি থাকবে।’
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ দাবি জানান জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ।
ময়মনসিংহ বিভাগ থেকে সম্মেলনে বক্তব্য দেওয়া আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তলাবিহীন ঝুড়ি আজকে উপচে পড়ছে। আপনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই উন্নত-স্মার্ট বাংলাদেশ গড়ব আমরা। আপনার ছবি বাংলাদেশের মুদ্রায় দেখলে শান্তি পাব, আরামে ঘুমাতে পারব। আপনাকে আগাম অভিনন্দন জানাচ্ছি।’ জবাবে শেখ হাসিনা বলেন, ‘টাকায় একমাত্র জাতির পিতার ছবি থাকবে।’
এর আগে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের ৮ বিভাগের দলীয় নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।