বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতির পাশাপাশি অর্থ-সম্পদেরও মালিক হয়েছেন। অনেক সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান অবস্থান তৈরি করেছেন তিনি।
গত ২৪ মে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ভাইয়া জি’ সিনেমা। এ সিনেমার মুক্তি উপলক্ষে গালাটা ডটকমকে সাক্ষাৎকার দিয়েছেন মনোজ। তাতে নিজের অতীত নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, অর্থের অভাবে এক সিগারেট ভাগ করে খেতেন শাহরুখ-মনোজ।
মনোজ বাজপেয়ী বলেন, ‘কেবল আমি আর শাহরুখই নই, আপনি যখন একটি থিয়েটার গ্রুপে কাজ করবেন, তখন কেউ একা ধূমপান করবেন না। কেউই একটি সিগারেট একা খায় না। কারণ এই খরচ বহন করার সামর্থ্য নেই। সুতরাং যদি কেউ একটি সিগারেট আনে, তবে সেটা চারজনে ভাগ করে নিবে।’
‘যদি কারো এক প্যাকেট কিংবা একটি সিগারেট কেনার টাকা থাকে, তারপরও সে একা ধূমপান করবে না। কারণ একসময় সেও ভাগ করে ধূমপান করেছে।’ বলেন মনোজ।
বেশ কয়েক বছর ব্যারি জনের থিয়েটারে কাজ করেন মনোজ বাজপেয়ী। তবে শাহরুখ খান এ নাটকের দলে মাত্র কয়েক মাস ছিলেন। তারপর বলিউডে ক্যারিয়ার গড়তে মুম্বাই পাড়ি জমান শাহরুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।