জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের রাউজানে মোরশেদ (৩০) নামে এক যুবক তার স্ত্রী, বাবা, ভাই ও ভাবীসহ ৫-৬ জনকে কুপিয়ে আহত করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার রাত পৌনে আটটার দিকে উপজেলার গহিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গহিরা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মোরশেদের বাবা শামসুল আলম (৪৫), স্ত্রী এনি (২০), ভাই রাশেদ (৩৫), রাসেদের স্ত্রী তানজু বেগম (২৬), ভাতিজা ও ভাতিজি।
জানা গেছে, দুই বছর আগে দুবাই থেকে দেশে ফেরেন মোরশেদ। আর্থিক সংকটে দিন কাটছিল তার। জুয়ার নেশাও ছিল। পরিবারের সদস্যদের কাছে টাকা চাইলেও কেউ না দেওয়ায় তিনি দা দিয়ে পরিবারের সদস্যদের কুপিয়ে আহত করেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার বাশি বলেন, ‘কী কারণে ঘটনাটি ঘটেছে তা জানিনা। পারিবারিক কলহের জেরে ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে পায়নি পুলিশ। আমি জেনেছি আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেনকে পাঠিয়েছি। তিনি আসলে বিস্তারিত জানাতে পারব।’
এসআই শাহাদাত হোসেন বলেন, ‘এখন পর্যন্ত মোরশেদের মা ও তার স্ত্রী আহত হয়েছে বলে জেনেছি। তার বাবাকে খুজে পাওয়া যাচ্ছে না। ধারণা করছি তিনিও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত মোরশেদ পলাতক রয়েছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।