জুমবাংলা ডেস্ক: টাঙ্গাইল জেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আওয়ামী লীগ ১১টিতে বিজয়ী হয়েছেন। এছাড়া ৫ টিতে স্বতন্ত্র ও ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
মধুপুর উপজেলার ৬টি ইউনিয়নের ৫টিতে আওয়ামী লীগ ও ১টিতে বিদ্রোহী প্রার্থী, মির্জাপুর উপজেলার ৬টি ইউনিয়নের ৩টিতে আওয়ামী লীগ, ৩টিতে স্বতন্ত্র, সখীপুর উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ নির্বাাচনে আওয়ামী লীগ প্রার্থী, বাসাইল উপজেলার একটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র, নাগরপুর উপজেলায় স্বতন্ত্র ও দেলদুয়ারে উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার রাতে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মধুপুরের ৬টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ এবং ১টিতে বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।
কুড়াগাছা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ফজলুল হক সরকার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আউশনারা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা বিজয়ী হয়েছেন। শোলাকুড়ী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইয়াকুব আলী । বেরীবাইদ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জুলহাস উদ্দিন বিজয়ী হয়েছেন।মহিষমারা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মহির জয়লাভ করেছেন। কুড়ালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুল হক জয়লাভ করেছেন।
মির্জাপুরে ৩ ইউনিয়নে নৌকা ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বহুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু সাইদ ছাদু বিজয়ী হয়েছেন। আজগানা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাদের বিজয়ী হয়েছেন। ফতেপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হাজী আব্দুর রউফ বিজয়ী হয়েছেন। তরফপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আজিজ রেজা বিজয়ী হন। ভাওড়া ইউনিয়নে মাসুদুর রহমান বিজয়ী হন। লতিফপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন রনি বিজয়ী হয়েছেন। সখীপুর উপজেলা দুটি ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। দাড়িয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আনছার আলী আসিফ বিজয়ী। গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন। বাসাইল উপজেলায় দুটি ইউপি’র নির্বাচন অনুষ্ঠিত হয়। বাসাইল সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সোহানুর রহমান সোহেল বিজয়ী হয়েছেন। কাশিল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা রমজান আলী মিয়া (মোটরসাইকেল বিজয়ী হয়েছেন। নাগরপুরের ভারড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ মিয়া বিজয়ী হয়েছেন।
দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী সাজ্জাত হোসেন (ঘোড়া) নির্বাচিত হয়েছেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, সুষ্ঠু এবং শান্তি পূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।