Advertisement
টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া পূর্বপাড়া এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরী নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে।
স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। ওই কিশোরী ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। পথিমধ্যে ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে তিনি ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন এবং পরে মারা যান।
হাবলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ফজলুল হক জানিয়েছেন, মরদেহটি দেখে মনে হচ্ছে, কিশোরী একজন ছিন্নমূল শিশু। তার সঙ্গে থাকা ব্যাগে মাত্র ২০ টাকা পাওয়া গেছে।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন-উর-রশিদ বলেন, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিশোরীর বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর। বর্তমানে তার পরিচয় পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।