টাঙ্গাইলের করটিয়া বাজারে শনিবার রাত সাড়ে নয়টার দিকে পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় তার স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করা হয়েছে।
আহত স্বর্ণ ব্যবসায়ী হলেন বিপ্লব কর্মকার, করটিয়া কর্মকারপাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে। তিনি করটিয়া বাজারের ‘মা কালী জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী।
পুলিশ জানিয়েছে, বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে ওত পেতে থাকা একটি প্রাইভেটকার থেকে ৩-৪ জন দুর্বৃত্ত হঠাৎ আক্রমণ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনার পর পুলিশ ঘটনার তদন্ত ও অভিযুক্তদের ধরার চেষ্টা করছে।
স্থানীয়রা আহত বিপ্লব কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।