জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল তরফদার ওই জেলায় পুলিশের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। সেপ্টেম্বর মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার হিসেবে প্রথম স্থান অধিকার করায় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।
গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) টাঙ্গাইল পুলিশ লাইনের মাসিক কল্যাণ সভায় তার হাতে এ সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) এসআই ফাহিম ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অস্ত্র ও মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম, স্পর্শকাতর মামলা ইত্যাদি কাজের অগ্রগতি ও সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারে গ্রেপ্তারি পরোয়ানা তামিল আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করেন টাঙ্গাইলের পুলিশ সুপার।
এব্যাপারে এসআই ফাহিম ফয়সাল তরফদার বলেন, গত সেপ্টেম্বর মাসে গ্রেফতারী পরোয়ানা তামিলকারী সহ বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হই। আর এজন্য পুলিশ সুপারের নিকট থেকে পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
তিনি আরও বলেন, ভবিষ্যতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে আমাকে আরো উৎসাহিত করবে। যে মানদণ্ডে আমাকে পুরস্কৃত করা হলো তাতে আমার কর্মক্ষেত্রে ও সাধারণ মানুষের দুয়ারে আইনি সেবা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা আরো বেড়ে গেল। এ জন্য জেলা পুলিশ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও মহান আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া জ্ঞাপন করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।