
জুমবাংলা ডেস্ক : মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
মঙ্গলবার উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিয়াইন হাওর তীরবর্তী এলাকায় বৃক্ষরোপন কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এ সময় তিনি তাহিরপুরে থাকা রামসার প্রকল্পভুক্ত টাঙ্গুয়া হাওরে ইঞ্জিন চালিত ট্রলার চলাচল বন্ধ করে দেবেন বলে জানান।
হাওরের পরিবেশ দূষণ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য একটি কর্মসূচি রয়েছে। সেখানে তাহিরপুর উপজেলার পর্যটন এলাকাগুলোর উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেগুলোর মধ্যে নারী-পুরুষ আলাদা টয়লেট ও খাবারের জন্য রেস্টুরেন্ট থাকবে।
তিনি বলেন, হাওরে যখন মানুষ প্রবেশ করবে তখন প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেট নিয়ে যেন প্রবেশ করতে না পারে সেজন্যই এগুলো তৈরি করা হবে। এছাড়া টাঙ্গুয়ার হাওরে আমরা ইঞ্জিন চালিত নৌকা বন্ধ করে দেব। সেখানে দাঁড় টানা নৌকা ব্যবহার করবে এবং এগুলো নিয়ে পর্যটকরা ঘুরবে। এরকম বিশেষ নৌকা তৈরির জন্যও একটি প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেয়া হয়েছে।
মঙ্গলবার মুজিববর্ষ উপলক্ষে তাহিরপুর ছাড়াও তিনি সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর ও পাউবোর কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের এই সিনিয়র সচিব।
মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষকে সামনে রেখে দেশব্যাপী এক কোটি গাছের চারা রোপন কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে পানি সম্পদ মন্ত্রনালয় সারা দেশে ১০ লাখ গাছের চারা রোপন করবেন।
তিনি আরও বলেন,ওই কর্মসূচির ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা প্রশাসন সারা জেলায় ১ লাখ গাছের চারা রোপন করবেন। এর মধ্যে জেলাব্যাপী ২০ হাজার গাছের চারা রোপন করবেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



