যারা টাচস্ক্রিন স্মার্টফোন থেকে পুরনো ক্লাসিক স্মার্টফোন বেশি পছন্দ করেন তাদের জন্য নোকিয়া নিয়ে এসেছে ২৭২০ ফ্লিপ স্মার্টফোন। এটির অনন্য সুন্দর ডিজাইন এবং ডিভাইসের সক্ষমতা আপনাকে মুগ্ধ করবে।
নোকিয়ার এ ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট ফিচার ব্যবহার করার সুযোগ রয়েছে। তাছাড়া আপনি আপনার প্রয়োজনীয় সব অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন।
এই হ্যান্ডসেটে আপনি একটি বড় কিবোর্ড পেয়ে যাবেন। এটার ডিসপ্লে দেখে আপনার পুরনো দিনের নোকিয়া ফোনের কথা মনে পড়ে যাবে। পাশাপাশি এখানে ইমার্জেন্সি কন্টাক্ট বাটন দেওয়া হয়েছে।
নোকিয়ারে ডিভাইসটি আপনার নিত্যদিনের সঙ্গী হতে পারে। ফোরজি কানেকশন এবং ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। এটির ব্যাটারি যথেষ্ট শক্তিশালী হওয়ায় আপনি লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। ব্যাটারি নিয়ে কখনো দুশ্চিন্তা করতে হবে না।
এটির প্রাইমারি ডিসপ্লে এর সাইজ ২.৮ ইঞ্চি। মোবাইলের সেকেন্ডারি ডিসপ্লে এর সাইজ ১.৩ ইঞ্চি। ডিসপ্লে এর রেজুলেশন ২৪০ গুন ৩২০ পিক্সেল। মোবাইলের পেছনে দুই মেগাপিক্সেল ক্যামেরা লেন্স ইন্সটল করা থাকবে।
নোকিয়ার ডিভাইসটির পিছনে এলইডি ফ্ল্যাশ লাইট ফিচার দেওয়া হয়েছে। আপনি দুইটি সিম একত্রে ব্যবহার করতে পারবেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন ২০৫ প্রসেসর দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। এটি একটি ডুয়েল কোর চিপসেট।
৩০৪ গ্রাফিক্স কার্ড ইন্সটল করা থাকবে নোকিয়ার এ ফোনে। স্মার্টফোনটিতে ৫১২ এমবি ইন্টার্নাল স্টোরেজ দেওয়া থাকবে। এ হ্যান্ডসেটে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে। এর ফলে আপনি অতিরিক্ত স্টোরেজ ব্যবহার করার অপশন পাচ্ছেন।
এটির ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করার সুযোগ পাবেন। তবে নতুন ডিভাইসে কোন সেলফি ক্যামেরা দেওয়া হয়নি। লিথিয়াম আয়নের ১৫০০ মেগাহার্জের ব্যাটারি নোকিয়ার ফোনটিকে পাওয়ার প্রদান করবে।
হ্যান্ডসেটটির শুধু কালো রঙের ভ্যারিয়েন্ট মার্কেটে পাওয়া যাচ্ছে। নোকিয়ার এ মোবাইলের দাম ৬ হাজার রুপি ও ৮ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।