Advertisement
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বাপের চলতি আসরে সংযুক্ত আরব আমিরাতে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলেও সান্তনার জয় দিয়েই বিশ্বকাপের এবার আসর থেকে বিদায় নিল ভারত।
ভারত কার্যত সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর থেকে ছিটকে যায়।
এরপর নিজেদের শেষ তিন ম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে জয় পেলেও সেমিফাইনালে উঠতে পারেনি কোহলিরা।
সোমবার নামিবিয়াকে ১৩২ রানে গুটিয়ে দিয়ে ২৮ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পায় ভারত। দলের জয়ে ৫৬ ও ৫৪ রান করে করেন দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।