জুমবাংলা ডেস্ক : শ্রীমঙ্গলে তিন দিন ধরে বয়ে চলছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজ শনিবার সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৩ ডিগ্রি সেলসিয়সি। কমলগঞ্জসহ প্রতিটি উপজেলায় শীতের তীব্রতা বাড়ছে। কমলগঞ্জ উপজেলা জুড়ে পাহাড় ও চা বাগান বেষ্ঠিত এলাকা। ভোরে ঘন কুয়াশার চাদরে মোড়া থাকছে প্রত্যন্ত এলাকা। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এখন প্রতিরাতেই মৃদু বাতাস বইছে। বিশেষ করে সন্ধ্যার পর শীতের তীব্রতা বৃদ্ধি পায়। রাত ৯টার আগেই দোকান পাট বন্ধ হয়ে যায়।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল ৬টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস।
আজ শনিবার শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সহকারী জাহিদুল ইসলাম মাসুম জানান, শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সে অনুযায়ী ৩ দিন ধরে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এতে বিপাকে পড়তে শুরু করেছেন খেটে খাওয়া সাধারণ মানুষেরা।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হক বলেন, শীতার্ত দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.