আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের দুই নেতা টানা তিন মাস গৃহবন্দী থাকার পর মুক্তির স্বাদ পেলেন। প্রশাসন সোমবার তাদের মুক্তি দেওয়ার কথা ঘোষণা করে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, ৫ আগস্ট থেকে নিজেদের বাড়িতে গৃহবন্দী ছিলেন পিডিপির দিলওয়ার মীর ও গোলাম হাসান মীর। ১১০ দিন পর কেন্দ্রশাসিত কাশ্মীরের নতুন প্রশাসনের সিদ্ধান্তে তারা মুক্তি পেয়েছেন।
মুক্তি পাওয়া দুজনই কাশ্মীরের সাবেক মন্ত্রী ও বিধায়ক। তাদের বাড়ি বরামুলায়। কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্ত ঘোষণা করার দিন থেকেই এই দিলওয়ার ও হাসানকে গৃহবন্দী করা হয়।
২০০২ সালে মুফতি মোহাম্মদ সাঈদ প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার সময়, গোলাম হাসান মন্ত্রী হয়েছিলেন। এরপর নিজের দল গড়েন, নাম দেন ডেমোক্রেটিক পার্টি ন্যাশনালিস্ট (ডিপিএন)।
এ দিকে আশরাফ মীর ও হাকীন ইয়াসিন নামে জম্মু-কাশ্মীরের আরও দুই সাবেক বিধায়ককে এমএলএ হোস্টেল থেকে বাড়ি পাঠানো হয়েছে। তবে, এই দুজনকে গৃহবন্দীই থাকতে হবে।
এমএলএ হোস্টেলে কাশ্মীরের ৩৪ রাজনৈতিক নেতাকে আটকে রাখা হয়, তাদের মধ্যে মীর ও ইয়াসীন ছিলেন।
সরকারি সূত্র জানায়, দীর্ঘদিন গৃহবন্দী থাকা নেতাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে উপত্যকার বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে। সোমবার বিধায়ক হোটেলে আটক কয়েকজন নেতাকে কয়েক ঘণ্টার জন্য বাড়িতে যাওয়ার অনুমতিও দেওয়া হয়।
তবে এখনো আটকই রয়েছেন কাশ্মীরের তিন সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।