জাতীয় পতাকা হাতে বাউন্ডারিতে অপেক্ষায় ভারতের দুই নারী ক্রিকেটার। এ অপেক্ষা বিশ্ব ক্রিকেটাঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্বের ঝাণ্ডা উড়ানোর। ভারতীয় ব্যাটার সনিকা চালকে জয়সূচক চার মারার সঙ্গে সঙ্গেই তাই দুই নারী ক্রিকেটার শুরু করলেন দৌড়। এক দৌড়ে দুই সতীর্থ সনিকা ও গোঙ্গাদি তৃষাকে জড়িয়ে ধরলেন।
এরপর শুরু হলো পুরো ভারত দলের উদযাপন। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন বলে কথা। এতে করে টানা দ্বিতীয় শিরোপার মালিকও বনে যায় ভারত। ২০২৩ সালে উদ্বোধনী আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের মেয়েরা।
কুয়ালালামপুরে দক্ষিণ আফ্রিকার মেয়েদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অধিনায়ক নিকি প্রসাদের দলের জয়টা প্রোটিয়াদের ইনিংস শেষেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ভারতের দুর্দান্ত বোলিংয়ে যে মাত্র ৮২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তৃষা।
ছোট্ট লক্ষ্য তাড়া নেমে উদ্বোধনী জুটিতে ৩৬ রান তোলেন জি কমলিনি ও তৃষা। ব্যক্তিগত ৮ রানে কমলিনি আউট হলে সতীর্থ সনিকাকে নিয়ে জয়ের বাকি কাজটুকু সারেন ওপেনার তৃষা। ম্যাচ শেষে তিনি অপরাজিত থাকেন ৪৪ রানে। অন্যদিকে দলের জয়ের বাউন্ডারি হাঁকানো সনিকা ২৬ রান করেন। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরা হয়েছেন তৃষা।
সঙ্গে ৩০৯ রান ও ৭ উইকেট নিয়ে সিরিজসেরাও হয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।