সিলেট মহানগরীর ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ লাইনের জরুরি সংস্কার এবং গাছের শাখা-প্রশাখা কাটার কারণে মঙ্গলবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে (পিডিবি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকেই সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় জরুরি সংস্কার কাজ চলমান রয়েছে যার ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এর আগে, সোমবার (১০ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর ও আশপাশ এলাকা। মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও সংলগ্ন এলাকা। উপশহর ই-ব্লক, মেইন রোড, ডি-ব্লক, রোজভিউ পয়েন্ট ও আশপাশের এলাকা। রোজভিউ পয়েন্ট, উপশহর ডি-ব্লক মেইন রোডের উভয় পাশ ও পার্শ্ববর্তী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের আগে মেরামত কাজ সম্পন্ন হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন প্রকৌশলী রাজ্জাক।
সাময়িক অসুবিধার জন্য তিনি সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



