বিনোদন ডেস্ক : ‘টারজান : দ্য ওয়ান্ডার কার’, যখনই আপনি এই নামটি শোনেন তখন আপনার মাথায় কি আসে? অবশ্যই ২০০৪ সালে মুক্তি পাওয়া অজয় দেবগনের সিনেমার সেই গাড়িটির কথা মনে পড়ে। ছবিটি যদিও সফলতা পায়নি কিন্তু এই সিনেমায় ব্যবহার করা বিস্ময়কর গাড়িটি আলোচনায় এসেছিলো।
২০০৪ সালে আব্বাস-মস্তান পরিচালিত ‘টারজান : দ্য ওয়ান্ডার কার’ হিন্দি সিনেমাটি তখন নির্মাণ করতে ব্যয় হয়েছিল প্রায় ১৪ কোটি রুপি। সিনেমাটির প্রধান চরিত্রে ছিলেন অজয় দেবগন, আয়েশা টাকিয়া, বৎসল শেঠসহ ফরিদা জালাল, শক্তি কাপুর প্রমুখ।
১৬ বছর হয়ে গেলো সেই ছবি মুক্তি পেয়েছে। এই দীর্ঘ সময় পর জানা গেলো মুম্বাইয়ের একটি গ্যারেজে
সেই গাড়িটি রাখা আছে। বেশ কিছুদিন আগে একজন ফেসবুক ইউজার এই গাড়িটি খুঁজে বের করেন। তার পোস্ট করা ছবি দেখে নিশ্চিত হওয়া যায় সিনেমায় যে গাড়িটি দেখানো হয়েছিল এটাই সেটি।
চিহ্নিত হয়েছে ‘দুর্বল’ ১০ ব্যাংক, তালিকায় প্রথম যে ব্যাংকের নাম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।