স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২৯ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে মাত্র তিন ইনিংসে দুইশ পেরোতে পেরেছে টাইগাররা। তিন ম্যাচেই বিজয়ী দলের নাম বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে আজকের টি-টোয়েন্টি ম্যাচে জিততে হলে আরেকটি দুইশ ছাড়ানো ইনিংস খেলতে হবে বাংলাদেশি ব্যাটসম্যানদের। কারণ, হারারেতে বাংলাদেশের বিপক্ষে আজ (৩০ জুলাই) টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের এলোমেলো বোলিং এবং ফিল্ডারদের মিসফিল্ডিংয়ে ৩ উইকেটে ২০৫ রান তুলেছে জিম্বাবুইয়ানরা। যা বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান জিম্বাবুয়ের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৩ রান।
জিম্বাবুয়ের বিপক্ষে আজ ২০৬ রান করে জিতলে সেটি বাংলাদেশের জন্য নতুন রেকর্ড হবে। এর আগে জিম্বাবুয়ের সাথে এত রান তাড়া করে জেতেনি বাংলাদেশ। আফ্রিকার এই দেশটির বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল ১৯৩।
২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে চার বল হাতে রেখে ৫ উইকেটের জয় দেখেছিল টাইগাররা। সেই ম্যাচে বাংলাদেশকে জেতানো দুই নায়ক সৌম্য সরকার ও শামীম হোসেন পাটোয়ারি এই ম্যাচে নেই। সেই ম্যাচে সৌম্যের ৬৮ রানের সঙ্গে শামীম ১৫ বলে খেলেছিলেন অপরাজিত ৩১ রানের ইনিংস।
সেটি বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া ছিল। এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৪ রান তাড়া করেছিল টাইগাররা। মুশফিকের অপরাজিত ৭২ রানে ছয় উইকেটের জয় দেখেছিল বাংলাদেশ।
আজ জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড গড়ে জিততে পারলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও গড়বে টাইগাররা।
১৩ মিনিটে ৩ গোল করে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।