আন্তর্জাতিক ডেস্ক : টিউবওয়েল চাপলে পানি বের হবে এটাই তো হওয়ার কথা। কিন্তু না! চাপ দিলেই বের হচ্ছে মদ। এমন দৃশ্য দেখে এলাকাবাসীর অনেকেরই চোখ কপালে উঠেছে!
ঘটনা ভারতের মধ্যপ্রদেশের। রাজ্যের গুনা এলাকায় অবৈধ মদের কারবার নিয়ে তদন্তে নামে সেখানকার পুলিশ। পুলিশের কাছে আগেই তথ্য ছিল, ওই অঞ্চলে লুকিয়ে রাখা হয়েছে মদ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মাটি থেকে প্রায় সাত ফুট গভীরে বড় বড় পাত্রে বেআইনি মদ লুকিয়ে রাখা হয়েছিল। আর তার ওপরে বসানো হয়েছিল টিউবওয়েল। সেটি চাপলেই পানির মতো মদ বেরিয়ে আসতো।
পুলিশ জানিয়েছে, তাদের কাছে খবর ছিল, ওই অঞ্চলে অবৈধ মদের ব্যবসা চলছে। তার খোঁজে তল্লাশি চালাতেই সন্ধান মেলে টিউবওয়েলের। তা দেখে সন্দেহ হয় পুলিশের। তারপর টিউবওয়েল চাপতেই অবাক সবাই। কারণ, এর মুখ দিয়ে পানির বদলে বেরিয়ে আসছে মদ। অবশ্য পুলিশ প্রথমে টিউবওয়েল থেকে পচা পানি বেরোচ্ছে বলে ভেবেছিল। তবে কিছুক্ষণ চাপার পরে তারা নিশ্চিত হয়, এটি থেকে যা বেরোচ্ছে, তা আদতে মদই।
এভাবে টিউবওয়েল চেপে মদ বের করে তা পলিথিনের প্যাকেট অথবা বোতলে ভরে বিক্রি করা হতো বলে জানা গেছে। বাজেয়াপ্ত সব মদ নষ্ট করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা এরই মধ্যে এ চক্রের সঙ্গে জড়িত আটজনকে চিহ্নিত করেছে। কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
জানা যায়, চাঁচোড়া ও রাঘোগড় এলাকার প্রায় প্রতিটি পরিবারই অবৈধ মদ উৎপাদনে জড়িত। গ্রামের পাশেই জঙ্গল। তাই বেআইনি মদ লুকিয়ে রাখার জায়গাও অনেক। আবার পুলিশ হানা দিলে গভীর জঙ্গলে আত্মগোপন করার সুযোগও রয়েছে। সে কারণেই গ্রামগুলোতে বেআইনি মদের ব্যবসা এভাবে ফুলেফেঁপে উঠেছিল বলে ধারণা পুলিশের। সূত্র: সংবাদ প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।