জুমবাংলা ডেস্ক : টিউশনি ও চাকরির বেতন দিয়ে ত্রাণ কিনে সূত্রাপুর থানার ৪৩ নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে বিতরণ করেছে কয়েকজন শিক্ষিত তরুণ। ‘আত্মমানবতায় তরুণ প্রজন্ম’ এই বিষয়টি ধারণ করে তারা অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে দুর্নীতিবাজরা যখন চাল চুরিতে ব্যস্ত, তখন একঝাক তরুণ নিজেদের জীবন উৎসর্গ করে বেতনের টাকা, কারো আবার টিউশনির টাকা দিয়ে খাদ্য সামগ্রী কিনে অসহায়, হত-দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছে।
খাদ্য সামগ্রীর মধ্যে বিতরণ করা হয়- চাল পাঁচ কেজি, ডাল এক কেজি, তেল এক কেজি, আলু দুই কেজি, পেঁয়াজ দুই কেজি, আটা দুই কেজি।
প্রথমিক ভাবে আত্মমানবতায় তরুণ প্রজন্মের ১২ জন মিলে দেশের এই ক্রান্তিকাল খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করে। তাদের এই কার্যক্রম দেখে স্থানীয় কিছু লোকজন পাশে দাঁড়িয়েছে। এতে করে তাদের সহযোগিতার হাত আরো প্রসারিত হয়েছে।
রোববার সূত্রাপুর থানার ৪৩ নং ওয়ার্ডে শিংটোলা,পিসি ব্যানাজি লেন,গোপালসাহ লেনের নিম্নবিত্তের কাছে খাদ্য ত্রাণ সামগ্রী বিতরণ করে সাগর, আকাশ, নোমান, আরমান, সৈকত, আবির, দিগন্ত, প্রান্ত, সম্রাট, রাইহান, রবিন, গালিব। তারা নিজেরাই বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রীর পৌঁছে দেন।
সাগর বলেন, দেশের এই অবস্থায় সাধারণ অসহায় মানুষের মাঝে কিছু খাদ্য সামগ্রীর বিতরণ করলাম। আমরা ১২ জনে মিলে নিজেদের অর্থ দিয়ে এ কাজের সিদ্ধান্ত নিই। কারো চাকরির টাকা, করো আবার টিউশনির টাকা দিয়ে সবাই সম্মিলিত ভাবে শুরু করেছি। এখন আমাদের কাজে স্থানীয় কিছু মুরব্বিরা সহযোগিতা করছে। তাতে আমরা অনেক খুশি।
আকাশ বলেন, আমাদের মধ্যে কেউ চাকরি করে, কেউ এখনো পড়াশোনা করে। তবে বেশিরভাগই পড়াশোনার পাশাপাশি টিউশনি করে। সবাই মিলে আমরা ত্রাণ বিতরণ করলাম প্রতাব দাসলেন, গোপাল সাহা লেন, পিসি ব্যানার্জি লেনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।