বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত বছর ভিডিওর দৈর্ঘ্য ১ মিনিট থেকে বাড়িয়ে ৩ মিনিট করেছিল টিকটক। এবার ১০ মিনিটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বাইটড্যান্স মালিকানাধীন কোম্পানিটি। ভিডিও দৈর্ঘ্য বাড়ানোর মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ তৈরি করতে চাইছে তারা। এতে কনটেন্ট ক্রিয়েটরদের পাশাপাশি নিজেদেরও আয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর টেক টাইমস।
গত আগস্ট থেকেই ৫ মিনিট দৈর্ঘ্যের ভিডিওর পরীক্ষা চালাচ্ছে টিকটক। এবার অল্পসংখ্যক ব্যবহারকারীর জন্য ১০ মিনিটের ভিডিওর পরীক্ষা চালাবে তারা। দ্য ওয়্যারডের খবর অনুযায়ী, এরই মধ্যে অল্প কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে ১০ মিনিটের ভিডিওর পরীক্ষা চালানো হয়েছে। টিকটকের এক মুখপাত্র তাদের এ তথ্য নিশ্চিত করেছে।
অর্ধেকের বেশি ব্যবহারকারীর ওপর সম্প্রতি এক জরিপ পরিচালনা করেছে টিকটক। দ্য ওয়্যারডকে টিকটকের ওই প্রতিনিধি জানান, ১ মিনিটের অধিক দৈর্ঘ্যের ভিডিওতে চাপ অনুভব করেন বলে জানিয়েছেন বেশির ভাগ ব্যবহারকারী। কিন্তু প্লাটফর্মটি মনে করছে, তাদের ব্যবহারকারীরা সঠিক নন। দীর্ঘ ভিডিওতে বিজ্ঞাপন সংযুক্ত করা যাবে, যাতে আয় বাড়বে সব পক্ষের।
কারইয়ান স্পেন্সার নামে এক বিশেষজ্ঞ জানান, ৫ মিনিটের ভিডিও চালুতে দর্শকদের ওয়াচটাইম বেড়েছে। ১০ মিনিট করা হলে তা আরো বাড়তে পারে। এতে বিজ্ঞাপন প্রদর্শন করা সহজতর হবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel