সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে উসকানিমূলক ভিডিও প্রকাশের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে আওয়ামী লীগ নেত্রী রাজিয়া সুলতানাকে (৩৫) আটক করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।
আটক রাজিয়া সুলতানা পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ছিলেন। দলীয় পরিচয়ের সুবাদে দীর্ঘদিন ধরে পৌর শহরের গুলপাড়া এলাকায় প্রভাবশালীভাবে রাজনীতি করে আসছিলেন তিনি।
জানা যায়, বেশ কিছুদিন ধরে নিজের ব্যক্তিগত টিকটক একাউন্ট থেকে তিনি একাধিক রাজনৈতিক বক্তব্যসংবলিত ভিডিও পোস্ট করে আসছিলেন। এসব ভিডিওতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘ইউনুস হটাও, বাংলাদেশ বাঁচাও’ ইত্যাদি স্লোগানের ভয়েসের সঙ্গে ঠোঁট মিলিয়ে বিভিন্ন ক্লিপ প্রকাশ করেন রাজিয়া।
তার এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে উত্তেজিত জনতা তার বাড়িতে হামলা চালায়।। এ ঘটনায় পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শংকায় পার্বতীপুর মডেল থানাপুলিশ তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে আটক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



