আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ডেল্টা ধরন যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে যাওয়ায় টিকাদান কর্মসূচি জোরদার করতে নতুন টিকাগ্রহীতাদের ১০০ ডলার করে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান। খবর বিবিসির।
এদিন কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্যও টিকাসংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছেন বাইডেন।
নির্দেশনা অনুসারে, দেশটির প্রায় ২০ লাখ সরকারি কর্মীকে এখন হয় টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে, অন্যথায় বাধ্যতামূলকভাবে করোনা শনাক্তকরণ পরীক্ষায় অংশ নিতে হবে ও মাস্ক পরতে হবে।
বাইডেন বলেন, অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তারের কারণেই টিকাসংক্রান্ত নতুন নির্দেশনা দিতে হয়েছে। মানুষ মারা যাচ্ছে এবং মারা যাবে, যাদের মারা যাওয়ার কথা ছিল না।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখনও যুক্তরাষ্ট্রের অর্ধেক মানুষকে পুরোপুরি টিকার আওতায় আনা যায়নি।
নতুন টিকাগ্রহীতাদের আর্থিক প্রণোদনার বিষয়ে বাইডেন বলেন, বেশি মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে পারলে আমরা সবাই লাভবান হব।
টিকাগ্রহীতাদের এ ১০০ ডলার প্রণোদনা দিতে রাজ্যগুলো ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের কেন্দ্রীয় প্রণোদনা তহবিল থেকে অর্থ নিতে পারবে বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ২৭২ জন, মৃত্যু হয়েছে ৬ লাখ ২৮ হাজার ৪৯২ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।