দেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ তারুণ্যকে গুরুত্ব দিয়ে কাজ করে। ব্র্যান্ডটি বৈশ্বিক ট্রেন্ড মেনে পোশাক নকশা করে আসছে বহু বছর ধরে। সে লক্ষ্যেই তারা টিনএজ মেয়েদের জন্য বাজারে নিয়ে এসেছে টিন–টপস নামে কালারফুল, স্টাইলিশ ও স্বস্তিদায়ক দারুণ এক কালেকশন।
স্প্যান্ডেক্স বা লাইক্রা, টুইল ও ডেনিম ফেব্রিকে নকশা করা মাল্টিকালার এই পোশাক টিনএজ মেয়েদের পছন্দের তালিকায় ইতিমধ্যে জায়গা করে নিয়েছে। এই কালেকশনের টপসগুলোর অন্যতম আকর্ষণীয় দিক হলো কাট, প্যাটার্ন। এ ছাড়া টপসের স্লিভ ও নেকলাইন নিয়েও অনেক নিরীক্ষাধর্মী কাজ করেছে ব্র্যান্ডটি।
তারুণ্য সব সময়ই গতিশীল। সেই গতি বাধাপ্রাপ্ত হতে পারে যদি পোশাক নির্বাচনে ভুল হয়ে যায়। রঙ বাংলাদেশের টিন–টপস তারুণ্যের স্বাভাবিক গতিকে ব্যাহত না করে বরং আরও বেশি গতির আনন্দে টিনএজ মেয়েদের স্বাচ্ছন্দ্য চলাফেরায় ভূমিকা রাখবে।
ডিজাইনের পাশাপাশি পোশাকের রং, সুতা এবং প্রস্তুতপ্রক্রিয়ায় ব্র্যান্ডটির পণ্যে যত্নের ছাপ সুস্পষ্ট। টিন–টপসসহ রঙ বাংলাদেশের সব পোশাক পাওয়া যাবে ঢাকা ও ঢাকার বাইরের প্রতিটি আউটলেটে। এ ছাড়া ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে নিজস্ব ই-কমার্স সাইট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।