পাকিস্তানের প্রখ্যাত টেলিভিশন অভিনেতা খালিদ হাফিজ খান মারা গেছেন। সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় ইসলামাবাদে মৃত্যু হয়েছে তার। প্রবীণ এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশটির শোবিজ ইন্ডাস্ট্রিতে।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, খালিদ হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির তারকারা। সহ-অভিনেতা বুশরা আনসারি ও নওমান মাসুদ-সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দিয়েছেন।
জানা গেছে, পিটিভির সিরিজ ‘গেস্ট হাউজ’-এ শামীমের চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন। সিরিজটি ছিল চ্যানেলের প্রযোজনাগুলোর মধ্যে অন্যতম একটি।
ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির
তার অভিনীত অন্যান্য কাজের মধ্যে রয়েছে ‘সিলসিলে’ এবং ‘নিশান-ই-হায়দার: ক্যাপ্টেন মোহাম্মদ সারওয়ার শহিদ’র মতো দীর্ঘ নাটক। পরিবারের সদস্যদের সঙ্গে ইসলামাবাদ থাকতেন খালিদ হাফিজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


