বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে মাদককাণ্ড নিয়ে ভারতীয় কিছু গণমাধ্যমের ‘নোংরা প্রচারণার’ বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলিউডের বড় বড় কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান। খবর বিবিসি’র।
এসব প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বলিউড কিং শাহরুখ খান, আমির খান ও সালমান খানের প্রতিষ্ঠানও রয়েছে।
সব মিলিয়ে ৩৪ জন প্রযোজক এবং চারটি চলচ্চিত্রবিষয়ক প্রতিষ্ঠান মিলিতভাবে দুটি ভারতীয় টিভি চ্যানেল এবং ৪ জন উপস্থাপকের বিরুদ্ধে মামলা করেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিদের চালানো নোংরা প্রচারণার কারণে বলিউডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবিকা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বলিউডের সদস্যদের গোপনীয়তায় হস্তক্ষেপ করা হয়েছে, পুরো বলিউডকে অপরাধীর মতো উপস্থাপন করে এর সদস্যদের সম্মানের প্রতি অপূরণীয় ক্ষতি করা হয়েছে।
এছাড়া বলিউডকে মাদক সংস্কৃতির সঙ্গে এক করে দেখানো হয়েছে এবং সাধারণ মানুষের মনে বলিউডকে অপরাধমূলক কাজের প্রতিশব্দ হিসেবে তুলে ধরা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
গত জুনে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন। তার মৃত্যুকে ঘিরে ভারতীয় সংবাদমাধ্যমগুলো মাসের পর মাস ধরে নানা ধরনের সংবাদ পরিবেশন করছে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মাদককাণ্ডে বলিউডের অনেক অভিনেত্রীর প্রকাশ করে দেশটির গণমাধ্যমগুলো।
এমনকি দীপিকা পাড়ুকোনকেও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে সুশান্তের মৃত্যুর তদন্তের অংশ হিসেবে। তবে কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ আনা হয়নি।
ফলে তদন্তকারীদের কাছ থেকে পাওয়া সামান্য তথ্যের ওপর ভিত্তি করে সুশান্তের সঙ্গে কী ঘটেছিল এবং কারা দায়ী- সে বিষয়ে নানা ধরনের গুজব ও অনুমান ছড়ানো ছড়ানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।