আবারো নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি শুরু করেছে টিসিবি। আগের মত পুনরায় ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। ঠিক এক মাস নয় দিন আগে সর্বশেষ পণ্য বিক্রি করেছিল টিসিবি। তবে টিসিবির পণ্য বিক্রি শুধু ঢাকা ও চট্টগ্রামের কিছু স্থানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে।
পৃথিবীর পণ্যের মধ্যে থাকছে খেজুর, ছোলা, চিনি, ডাল ও তেল। যাদের পণ্য দরকার তারা সেই সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। সামনে রমজানকে সামনে রেখে দরিদ্র ব্যক্তিদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা এবং চট্টগ্রাম এর সব মিলিয়ে ৭০টি স্থানে কার্যক্রম চলমান রয়েছে। এরমধ্যে ঢাকায় পঞ্চাশটি এবং চট্টগ্রামে 20 টি স্থানে বিক্রি করা হবে। এক লিটার তেল ১০০ টাকা করে বিক্রি করা হচ্ছে।
মসুর ডাল কিনতে হলে প্রতি কেজি ৬০ টাকা খরচ করতে হবে। চিনির দাম দেওয়া হয়েছে ৭০ টাকা। প্রতি কেজি ছোলা বিক্রি হবে ৬০ টাকায়। এক কেজি খেজুর একবারে পাওয়ার সম্ভাবনা নেই। আধা কেজি খেজুর ক্রয় করতে চাইলে ১৫৫ টাকা খরচ করতে হবে।
ন্যায্য মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ভোক্তারা। রমজান মাস উপলক্ষ্যে তালিকায় যুক্ত হয়েছে ছোলা ও খেজুর। পাশাপাশি টিসিবি স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝেও ভর্তুকি মূল্যে ভোজ্যতেল ও ডাল বিক্রির কার্যক্রম চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।