স্পোর্টস ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে মাঠে গড়াবে টি-টেন লিগের চতুর্থ আসর। আর এই টুর্নামেন্ট শুরুর আগে প্লেয়ার্স ড্রাফট থেকে বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে পুনে ডেভিলস। নাসিরকে ‘সি’ ক্যাটাগরি থেকে দলে নিয়েছেন ভারতীয় মালিকানাধীন দলটি।
এর আগে বাংলাদেশের উদীয়মান অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে দলে নিয়েছে বাংলা টাইগার্স। দলটিতে আফিফ ছাড়াও আছেন আন্দ্রে ফ্লেচার, কাইস আহমেদ, চিরাগ সুরি, জনসন চার্লসসহ আরও অনেকে। দলটির আইকন ক্রিকেটার লঙ্কান পেসার ইসুরু উদানা।
এর আগে ড্রাফট থেকে টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে দলে ভিড়িয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। এরপর নিজেদের চতুর্থ ডাকে তাসকিন আহমেদকে দলে নেয় তারা।
দলটির আইকন ক্রিকেটার হিসেবে আছেন শোয়েব মালিক। নিজেদের প্রথম ডাকে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে নিয়েছে তারা।
দ্বিতীয় ডাকে লরি ইভান্সকে দলে ভিড়িয়েছে তারা। এরপর তৃতীয় ডাকে মোসাদ্দেককে দলে ভেড়ায় টি-টেন লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি। টুর্নামেন্টে টিম আবু ধাবির আইকন প্লেয়ার হিসেবে মাঠে নামবেন কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিস গেইল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।