বাংলাদেশকে বাদ দেয়ার পর সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষণা করে স্কটল্যান্ডের নাম। এবার রিচি বেরিংটনকে অধিনায়ক করে টুর্নামেন্টটির জন্য স্কোয়াডও ঘোষণা করে দিলো তারা। আইসিসির তথ্য অনুযায়ী, সপ্তমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে তারা। দুই দশক আগে ২০০৭ সালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রথম আসরেও অংশ নিয়েছিল স্কটিশরা।
নতুন প্রধান কোচ ওউয়েন ডকিন্সের নেতৃত্বে এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন বিশেষ একজন খেলোয়াড়। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাইনুল্লাহ ইহসান। আফগানিস্তানে জন্ম নেয়া এই গতিতারকা সম্প্রতি স্কটল্যান্ডের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। এছাড়া দলে রয়েছেন সাবেক নিউজিল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটার টম ব্রুস। ৩৪ বছর বয়সী ব্রুস ব্ল্যাক ক্যাপসের হয়ে ১৭টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এরপর তিনি স্কটল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।
স্কটল্যান্ডের স্কোয়াড
রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথিউ ক্রস, ব্র্যাডলি কারি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোনস, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্র্যান্ডন ম্যাকমালেন, জর্জ মানসি, সফিয়ান শরীফ, মার্ক ওয়াট ও ব্র্যাডলি হুইল।
ট্রাভেলিং রিজার্ভ: জ্যাসপার ডেভিডসন, জ্যাক জারভিস
নন ট্রাভেলিং রিজার্ভ: ম্যাকেঞ্জি জোনস, ক্রিস ম্যাকব্রাইড, চার্লি টিয়ার
ক্রিকেট স্কটল্যান্ডের হেড অব পারফরম্যান্স স্টিভ স্নেল মনে করছেন, উপমহাদেশের কন্ডিশনে খেলতে দলটি পুরোপুরি প্রস্তুত। স্কোয়াড ঘোষণার পর তিনি বলেন, ‘কোচিং স্টাফ, নির্বাচক এবং আমি সবাই নির্বাচিত স্কোয়াড নিয়ে দারুণ রোমাঞ্চিত। এটি একটি ভারসাম্যপূর্ণ দল, যা ভারতের কন্ডিশনে নানা পরিস্থিতি ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।’
তিনি আরও বলেন, ‘জাইনুল্লাহ ইহসানের জন্য এটি একটি বড় সুযোগ। যুব পর্যায় বা ‘এ’ দলের হয়ে খেললেও সে সবসময়ই তার দক্ষতা ও স্বভাবসুলভ গতি দিয়ে নজর কেড়েছে। তার জন্য আমরা আনন্দিত এবং প্রথম আন্তর্জাতিক সফরে তার পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছি।’
গ্রুপ ‘সি’-তে থাকা স্কটল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টে স্কটল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে ৭ ফেব্রুয়ারি, ইডেন গার্ডেন্সে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


