
Advertisement
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আড়াই হাজার রান অভিজাত ক্লাবের সদস্য হলেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার সংগ্রহ ২৫১০ রান। টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে গতকাল শ্রীলংকার বিপক্ষে ৩৭ রান করে নতুন মাইলফলক স্পর্শ করেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রথম এবং বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আড়াই হাজার রানের মাইলফলক অতিক্রম করেন ডানহাতি ফিঞ্চ। ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার ২০১১ সালে এডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত হবার পর এই মাইলফলকে পৌঁছাতে সময় নিয়েছেন ১০ বছর ২৮৯ দিন।
তার আগে এই মাইলফলকে পৌছেছেন ভারতের বিরাট কোহলি (৯১ ম্যাচে ৩২১৬রান) ও রোহিত শর্মা (১১২ ম্যাচে ২৮৬৪রান), নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল (১০৩ ম্যাচে ২৯৫৬রান) ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং (৯২ ম্যাচে ২৫৭০রান)। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।